সারা বাংলা

২৫ মামলার আসামি শিবির নেতা সাইফুল গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিস্ফোরক ও নাশকতারসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালত সোপর্দ করে পুলিশ। এর আগে ভোরে উপজেলার রতনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল রামগঞ্জ উপজেলা শিবিরের সাথী পদে দায়িত্বে রয়েছেন। তিনি উপজেলার হরিশ্চর গ্রামের আবুল খায়েরের ছেলে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার নেতৃত্বে অভিযানে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্র জানায়, সাইফুল শিবিরের সক্রিয় নেতা। বিভিন্ন আন্দোলনে সড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণে তিনি জড়িত। এ সব ঘটনায় রামগঞ্জ থানায় দায়ের হওয়া ২৫ মামলার আসামি তিনি। এরমধ্যে ১৬টির এজাহারে তার নাম উল্লেখ আছে। ২০১৮ সাল থেকে সাইফুল পলাতক রয়েছেন।