সারা বাংলা

কেইপিজেড থেকে লাশ উদ্ধার: ১০ দিনেও পরিচয় জানতে পারেনি পুলিশ

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) লেক থেকে ১০ দিন আগে লাশ উদ্ধার করা হলেও পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

গত ৪ জানুয়ারি দুপুরে পাওয়া লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।  

এরই মধ্যে লাশের ছবিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি প্রকাশিত হলেও কোনো ধরনের খোঁজ-খবর কিংবা পরিচয় জানতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

মো. নাছির উদ্দিন জানান, লেকের পানিতে ভাসমান লাশের অনেকাংশ পঁচে গিয়েছিল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৪ বছর। গায়ের রং কালো, শারীরিক গঠন মাঝারি, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি। লাশের পরনে ছিল নীল রঙের অন্তর্বাস এবং বাম হাতে একটি রাবারের ব্রেসলেট ছিলো।

কর্ণফুলী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ছবি দেখে কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারলে কর্ণফুলী থানার ০১৩২০-০৫২৯৭৪, ০১৩২০-০৫২৯৮০, ০১৭৭৭-৫০০৭৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাহমীরপুর জামতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন।