সারা বাংলা

আলোকিত সমাজ প্রতিষ্ঠায় ইমামদেরও ভূমিকা রাখতে হবে: বাদশা

রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, আলোকিত সমাজ প্রতিষ্ঠার পেছনে মসজিদের ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কেননা, সমাজের মানুষ তাদের বিশ্বাস করেন। তাদের সম্মানের আসনেই রাখা হয়।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি দেশের ৯ জেলার ৫০ জন ইমামের হাতে সনদপত্র তুলে দেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমাদের সমাজে ইমামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সবাই সম্মান করেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। তাই তারাও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। শুধু নামাজ পড়ানোই নয়, এর পাশাপাশি সমাজ গঠনেও তারা ভ‚মিকা রাখতে পারেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডা. আসেম আলী। পরিচালনা করেন তত্ত্বাবধায়ক আব্দুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচালক সৈয়দ আমিনউদ্দিন মাহমুদ, ধর্মীয় প্রশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।