সারা বাংলা

কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৬ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে কোটালীপাড়ার ভাঙ্গারহাট বাজারে আগুন লাগে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, শনিবার রাতে ওই বাজারের একটি ইলেক্ট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ওষুধের দোকান, ফার্নিচার, সার, ও  মুদি দোকানসহ মোট ১৬টি দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এস এম নজরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা দাবি করেছেন আগুনে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।