সারা বাংলা

গোপালপুর পৌরসভায় আ.লীগের প্রথম মেয়র লিলি 

নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলি ১ হাজার ৪২৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। 

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গোপালপুর পৌরসভা প্রতিষ্ঠার পর দীর্ঘ ২১ বছরে সেখানে আওয়ামী লীগের প্রথম মেয়র লিলি। আর তিনি গোপালপুর পৌরসভার প্রথম নারী মেয়রও।  

লালপুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের নির্বাচনী এলাকা এবং বিএনপির দুর্গ বলে পরিচিত। সেই দুর্গে এবার হানা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপালপুর পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। এই পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৫৩৫ জন। 

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি পেয়েছেন ৬ হাজার ৫৭৮ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫ হাজার ১৫২ ভোট। আর বিএনপির প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কচি পেয়েছেন ১ হাজার ১২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

জেলা নির্বাচন অফিসার মো. আসলাম আওয়ামী লীগ নেতা রোকসানা মোর্তুজা লিলির জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।