সারা বাংলা

টাঙ্গাইলে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ

ঘন কুয়াশার কারনে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত দশটা থেকে থেকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। এতে সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত কুয়াশা পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা চল্লিশের নীচে নেমে আসলেই যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে দুর্ঘটনা এড়াতে যান চলাচল বন্ধ রাখতে হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর থেকে দৃষ্টিসীমার চল্লিশের নিচে নেমে আসায় টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এছাড়া রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে তা দৃষ্টিসীমার ৩০ নিচে এসেছে। কুয়াশার ঘনত্ব কমে না আসা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে অথবা সীমিত আকারে চলাচল করবে।