সারা বাংলা

‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে হালিশহর’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে পতেঙ্গা হালিশহর। 

শুক্রবার (২২ জানুয়ারি) নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গাতে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। 

রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোট ও দোয়া চাই।’

পতেঙ্গা হালিশহরের কৃষি পণ্য একসময় বেশ সমাদৃত ছিল জানিয়ে তিনি বলেন, ‘পতেঙ্গার তরমুজ মানে বিশেষ একটা ব্যাপার ছিল চট্টগ্রাম ও আশপাশের এলাকায়। পতেঙ্গা সী বীচের আধুনিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গাকে পরিকল্পিত ছকে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কমপ্লেক্স এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিংমল সমৃদ্ধ আবাসিক এলাকা গড়ার মধ্য দিয়ে পতেঙ্গা হালিশহরকে পর্যটন ও শিল্পভিত্তিক আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ‌্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, রোটারিয়ান ইলিয়াসসহ আরও অনেকে।