সারা বাংলা

সাড়ে ১০ ঘণ্টা পরেও সচল হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পরও সচল হয়নি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রোববার (২৪ জানুয়ারি)  সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. জিল্লুর রহমান জানান, গত কয়েকদিন ধরে প্রায় সময় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শনিবার রাতে মাঝ পদ্মায় ফেরি আটকা পড়ে। নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।