সারা বাংলা

ধুম থ্রি মুভি দেখে ব‌্যাংক ডাকাতির পরিকল্পনা: পুলিশ

বগুড়া ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, ধুম থ্রি মুভি দেখে উদ্বুদ্ধ হয়ে বগুড়ার গাবতলীতে রূপালী ব‌্যাংকে ডাকাতির পরিকল্পনা করে এক স্কুলছাত্র। পরে সেটি বাস্তবায়ন করতে গিয়ে সে ব্যর্থ হয়।

রোববার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়ছেন তিনি। 

আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে গাজীপুরের টঙ্গীর নিশাতনগর থেকে ওই স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়।  পরে তাকে গাবতলীর জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।  সেখানে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

তিনি বলেন, গাবতলী থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। সে এবার বগুড়ার একটি স্বনামধন‌্য স্কুলের এসএসসি পরীক্ষার্থী।  তার বয়স ১৮ এর নিচে হওয়ায় আইন অনুযায়ী তার নাম ঠিকানা প্রকাশ কর‌া যাচ্ছে না। 

তিনি জানান, সে ইনফরমেশন টেকনোলজিতে ভালো দক্ষতা রাখে।  তাকে কারাগারে রাখা হয়েছে।  যশোরের কিশোর শোধনাগারে পাঠানো হবে।

এর আগে গত ৫ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার সাবেকপাড়ায় রূপালী ব‌্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়।  এ সময় ব‌্যাংকের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস‌্যকে ছুরিকাঘাত ও এসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।