সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার জন্য মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের উত্তর পাড়ায় একটি সড়কের জন‌্য মানববন্ধন করেছেন এলাকার বাসিন্দারা।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নরসিংসার গ্রামের উত্তর পাড়ায় এই মানববন্ধন হয়।

জানা যায়,  উত্তর পাড়া এলাকার বাসিন্দা শাহজাহানের (৭০) কিছু জমি ওই রাস্তায় থাকায় তিনি সম্প্রতি রাস্তা দিয়ে গ্রামের বাসিন্দাদের চলাচলে বাধা দিচ্ছেন। আর এই নিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সংঘর্ষ। গ্রামের চেয়ারম্যান-সর্দারগণ শাহজাহানের সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে বসতে চাইলেও শাহজাহান কাউকে তোয়াক্কা করছেন না। গত ৬ ডিসেম্বর গ্রামের বাসিন্দা জীবন মিয়ার মেয়ে ইভা আক্তার (৫) সকালে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় শাহজাহান ইভার ওপর হামলা করে তার হাত ভেঙে ফেলে। এ রাস্তা নিয়ে পক্ষে-বিপক্ষে একাধিক মামলা দায়ের করা হলেও কোনো সুরহা নাই। তাই রাস্তায় চলাচল করার দাবিতে ৩০ অবরুদ্ধ পরিবার মানববন্ধন করেছেন।

মানববন্ধনের উত্তরপাড়ার বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘দৈনন্দিন কাজের জন্য এই রাস্তা আমাদের একমাত্র মাধ্যম। শাহজাহানের কারণে এখন এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই দুর্বিসহ হয়ে পড়েছে। তাই আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা অবরুদ্ধ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

বীর মুক্তিযোদ্ধা আবু সামা (৬৫) অভিযোগ করে বলেন, ‘গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শাহজাহান সম্মত থাকায় বছর-খানেক আগে রাস্তাটি তৈরি হয়। সম্প্রতি শাহজাহান তার বাড়ির সামনের রাস্তার জায়গার অংশের মাটি কেটে দেয়। এছাড়া এই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য এলাকার বাসিন্দাদের হুমকি-ধমকি দেয়। অনেক সময় হামলাও করে। এতে আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বলেন, ‘এই রাস্তাকে ঘিরে নানান প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে। প্রত্যেকের জায়গা দিয়েই রাস্তাটি তৈরি হয়েছে। এখন তিনি একা এ রাস্তা পুন:নির্মাণে বিরোধিতা করছেন। এই সমস‌্যার সমাধান চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা আবু সামা, হাজী আব্দুর রহমান, কুদ্দস মেম্বার, অলি মিয়া, ইসরাইল সর্দার, খলিল মিয়া, ইসলাম মিয়া, খায়ের মিয়া, আলিম মিয়া, রশিদ মিয়া, জীবন মিয়া, হান্দু মিয়া, ইসমাইল মিয়া, সেলিম মিয়া, মহির মিয়া, ইব্রাহিম মিয়া, ফরিদ মিয়া, মোছেনা আক্তার, আছমা আক্তার, রোজিনা আক্তার, ঝর্ণা বেগম।