সারা বাংলা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ জানান, রোববার দিবাগত রাত ১০টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের এক ফুট অদূরে দিক বিকন নির্দেশনামূলক বয়া বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে তখন ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পরে সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কনকনে শীতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। বর্তমানে শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ‌্যবাহী ছোট-বড় ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।