সারা বাংলা

১৩৭ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ জানুয়ারি) রাতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবারের নেতৃত্বে সরাইলের কুট্টাপাড়া এবং সদর  উপজেলার সুহিলপুর বাজারের সামনে থেকে পৃথক দুটি অভিযানে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩৭ কেজি গাঁজা, নগদ সাড়ে চার হাজার টাকা এবং তিনটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের লিটন মিয়া (২৮), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার ঘড্ডিমারি গ্রামের মনসুর আলী (২৯) ও আদিতমারী উপজেলার ফদ্দচন্দ্রপুর গ্রামের গোলাম রব্বানী (২৭), গাজীপুরের কড্ডা গ্রামের সালমা বেগম (৩৫), জামালপুরের বটতলা গ্রামের আজিজুল (৩৩) ও রামচন্দ্রপুর গ্রামের মাসুম মিয়া (৩৮), দিনাজপুরের মুরালীপুর গ্রামের মো. সোহাগ আলী (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া গ্রামের স্বপন মিয়া (৩৫)।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও সরাইল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।