সারা বাংলা

কক্সবাজারে পৌঁছেছে ৮৪ হাজার ডোজ করোনার টিকা

কক্সবাজারে ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই করোনারভাইরাসের টিকা কক্সবাজার সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে পৌঁছানো হয়।

বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে আনা এসব টিকা গ্রহণ করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকাতে ৮ হাজার ৪০০ ভায়াল রয়েছে। প্রতিটি কার্টনে এক হাজার ২০০ ভায়াল টিকা আছে। প্রতিটি ভায়ালে টিকা রয়েছে ১০ ডোজ। সে হিসাবে কক্সবাজারের ৪২ হাজার নাগরিককে করোনাভাইরাসের এই টিকা দেওয়া যাবে। একজন নাগরিককে ২ ডোজ করে করোনাভাইরাসের এই টিকা দিতে হবে। এক ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আগামি ৭ ফেব্রুয়ারি থেকে এসব টিকা প্রদান শুরু হবে। এর মধ্যে ১২ হাজার টিকা পাঠানো হবে রোহিঙ্গা ক্যাম্পে।