সারা বাংলা

বান্দরবানের নির্বাচনে সেনা মোতায়েন চান বিএনপি’র মেয়র প্রার্থী

বান্দরবান পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে সেনা মোতায়েন চেয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি’র এই মেয়র প্রার্থী পৌরসভার ১৩টি সেন্টারে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা কর্মকর্তা নিয়োগসহ তিনটি দাবি জানিয়েছেন।

বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা'র অন্য দুটি দাবি হচ্ছে, প্রতি ভোট সেন্টারে সিসি ক্যামরা স্থাপন এবং আশপাশের উপজেলা থেকে বহিরাগত আসার সম্ভাবনা থাকায় ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবাসিক হোটেল ও পর্যটন স্পট বন্ধ রাখা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মার্মা, সহ সভাপতি লুসাইমং মার্মা, আবদুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্নসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন।

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।