সারা বাংলা

মধুমতিতে মিললো ১০ কেজির চিতল 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর লুৎফর রহমান সেতুর নিচে থেকে ঝু‌পি বা ফুলকু‌চি (টেটা) দিয়ে  ১০ কেজি ওজনের এক‌টি চিতল মাছ ধরা হ‌য়ে‌ছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি)  রাত ৮টার দি‌কে মধুমতি নদীর  লুৎফর রহমান সেতুর নিচে থেকে স্থানীয় মো. বদরুল ওই মাছটি ধ‌‌রেন।

মো. বদরুল  বলেন, ‘স্থানীয় ‌মো. র‌ফিককে সঙ্গে নিয়ে মধুম‌তি নদীতে মাছ শিকার কর‌তে যাই। এসময় নদী স্রোতের কচুরি পানার সঙ্গে  চিতল মাছ‌টি দেখতে পে‌য়ে ঝুপি দিয়ে মাছটিকে কোপ দিয়ে ধরার চেষ্টা করি। প‌রে দীর্ঘসময় চেষ্টার পরে মাছটিকে ধরতে সক্ষম হই। মাছ‌টি ওজন দি‌লে ১০ কে‌জি হয়।’

প‌রে মাছ‌টি উপ‌জেলার চৌরঙ্গী মোড় আনলে মাছ‌টি‌কে দেখার জন্য উৎসুক জনতা ভিড় ক‌রে। এসময় মাছটি স্থানীয় কু‌টি মোল্যা দশ হাজার টাকায় কিনে নেন।