সারা বাংলা

বগুড়ায় ১৫শ লিটার ইথাইল অ্যালকোহল জব্দ

বগুড়ায় ১৫শ লিটার ইথাইল অ্যালকোহল জব্দ হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের নাটাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এসময় করতোয়া হোমিও ল্যাবরেটরিজের গোডাউন থেকে ১৫শ’ লিটার ইথাইল অ্যালকোহল জব্দ করে পুলিশ।

এর আগে গতকাল বুধবার পুলিশ পারুল ল্যাবরেটরিজের মো. নুরুন্নবী, মুন হোমিও হলের আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী আবু জুয়েল ও করতোয়া হোমিও হলের শহিদুল আলম সবুরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সকাল থেকে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু খবর পাওয়া যায়। দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬ জন থাকলেও পরে রাতের মধ্যে সেটি বেড়ে ১০ জনে দাড়ায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার পর্যন্ত আরও ৬ জন মৃত্যুর খবর পাওয়া যায়। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বিষাক্ত অ্যালকোহল পানে ৮ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।