সারা বাংলা

হিলি বন্দরে ১৮ হাজার মেট্রিকটন চাল আমদানি

২৪ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে ১৮ হাজার ৬১.৫৯ মেট্রিকটন। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৪২ হাজার টাকা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম।

ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, সকল জটিলতা কাটিয়ে গত ১০ জানুয়ারি থেকে এ বন্দরে চাল আমদানি শুরু হয়েছে। ১০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪৬ গাড়িতে মোট চাল আমদানি হয়েছে ১৮ হাজার ৬১.৫৯ মেট্রিকটন এবং তা থেকে রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৪২ হাজার টাকা। চালসহ আরও বিভিন্ন পণ্য এবন্দরে আমদানি স্বাভাবিক রয়েছে।