সারা বাংলা

বিএনপি-জামায়াতের যোগসাজশে আল-জাজিরায় কাল্পনিক কাহিনী : হানিফ

বিএনপি ও জামায়াতে ইসলামীর যোগসাজশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা বাংলাদেশ নিযে কল্পকাহিনী প্রচার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। 

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত করতেই স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াতের যোগসাজশে আল-জাজিরা টেলিভিশন উদ্ভট এক কাল্পনিক কাহিনী প্রচার করেছে।’ 

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মাহবুব-উল আলম হানিফ এমপিকে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে বেসরকারি টিভি চ্যানেল ও ক্যামেরাপারসনদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়ার প্রাক্কালে তিনি গণমাধ্যমে এ সব কথা বলেন। 

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘তারা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পাশাপাশি বর্হিবিশ্বের বিভিন্ন চক্রের সঙ্গে যোগসাজশ করে নানাভাবে দেশের ইমেজ নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। তারা এটা করে ভাবছে, এতে সরকার পতন হয়ে যাবে।’ 

সরকারের পতন ঘটানোর মতো ক্ষমতা বিএনপি-জামায়াত বা একাত্তরের পরাজিত শক্তির নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।