সারা বাংলা

হীরা হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লায় ২০০৮ সালে চাঞ্চল্যকর রায়হান চৌধুরী হীরা হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর সদরের পৈলানপুর মহল্লার মিজানুর রহমান মিজান ও তার ছেলে তুষার রহমান। যাবজ্জীবনপ্রাপ্ত তিন জন হলেন- গোবিন্দা মহল্লার আব্দুর রশিদের ছেলে মাসুম হোসেন, কাছারীপাড়ার আজাহার আলীর ছেলে আরশেদ আলী ও পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মিশু হোসেন।

খালাসপ্রাপ্তরা হলেন- পৈলানপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী চার্মি বেগম, উজ্জল হোসেনের স্ত্রী পান্না বেগম, রওশন আলীর দুই ছেলে বকুল হোসেন ও মুকুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ মে বেলা তিনটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা পৈলানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান চৌধুরী হীরাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আজাহার আলী বাদি হয়ে পাবনা সদর থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিফজুর আলম মুন্সী তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউসুফ আলী সরদার। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার।