সারা বাংলা

বন্যপ্রাণী অপরাধ দমনে ১০ দিনের কর্মশালা শুরু

বন্যপ্রাণীর প্রতি অপরাধ দমন ও বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব এর উদ্বোধন করেন। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর ড. তপন কুমার দে, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুসা কালিম উল্যাহ। 

খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে এই আবাসিক প্রশিক্ষণে ৩০ জন অংশ নিয়েছেন। এর মধ্যে বিভিন্ন সংগঠনের ২০ জন এবং ১০ জন রয়েছেন বন কর্মকর্তা। ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।