সারা বাংলা

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার ভাটেরা গ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ। 

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন দুপুর ২টার দিকে ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়।

স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, সন্ধ্যা ৭টায় তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হয়। এরপর সিলেটে আটকেপড়া পারাবত ট্রেন ছেড়ে আসছে।