সারা বাংলা

গাজীপুরে মহানগর যুবলীগের বিক্ষোভ 

১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওই কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।

এতে বক্তব্য রাখেন— গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. এ বি এম কাশেম মণ্ডল, মহানগর যুবলীগ নেতা রাহাত খান, মেহেদী হাসান নাহিদ, রাব্বি মিয়া, সোহানুর রহমান সোবহান, হারুন অর রশিদ, আক্তার সরকার, আমির হামজা, আব্দুর রশিদ, নাজমুল হোসাইন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ‘১৯৯৬ সালে প্রহসনের একদলীয় নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করে বিএনপি। পরে দেশরত্ন শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনেন।’