সারা বাংলা

সড়কে বেপরোয়া কৃষিকাজের ট্রাক্টর, আতঙ্কে পথচারীরা

চাষাবাদের কাজে ব‌্যবহারের ট্রাক্টর ও নসিমন দাপিয়ে বেড়াচ্ছে দিনাজপুর জেলার হিলিতে সড়ক-মহাসড়কে।  পথচারী ও স্থানীয় সচেতন মহল বলছে, এসব বাহনের চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রশিক্ষণ নেই। ফলে তারা চাষাবাদের কাজে ব‌্যবহারের ট্রাক্টর-নসিমনে যাত্রী ও পণ‌্য নিয়ে বেপরোয়া গতিতে সড়কে ছুটে চলছেন। রোড পারমিটশূন‌্য এসব বাহনের কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় কেউ কেউ হয়ে পড়ছেন পঙ্গু, কেউ কেউ হারাচ্ছেন প্রাণ। 

হিলি স্থলবন্দরের মহিলা কলেজ, রাজধানী মোড়, বাজার, চারমাথা ও সিপি মোড়ে ঘুরে দেখা গেছে, বালু, মাটি আর ইট বোঝায় করে ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলছে। এতে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এছাড়া, ছোট-বড় যানবাহনগুলোও ঝুঁকি চলছে সড়কে। 

হিলির চার মাথা মোড়ে কথা হয় মিজানুর রহমান নামে একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ট্রাক্টর, ও নসিমনের অত্যাচারে বাইক নিয়ে রাস্তায় বের হলেই বিপদ। এসব বাহনচালকের কোনো প্রশিক্ষণ নেই।  যখন-তখন দুর্ঘটনায় পড়তে পারেন পথচারী ও অন‌্য বাহনের যাত্রীরা।  গত রবিবার পাঁচবিবিতে এই ট্রাক্টরের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।’ 

নওপাড়া গ্রামের ভ্যানচালক রাসেল বলেন, ‘মঙ্গলবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এমন সময় জয়পুরহাট চিনি কল থেকে আসা দুই বগিয়ালা আখ বহনকারী ট্রাক্টর পেছন থেকে  ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ে হাত-পায়ে প্রচণ্ড আঘাত পাই। ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরে থানা পুলিশ ট্রাক্টরটি আটক করে ভ্যানের ক্ষতিপুরণ  আদায় করে দেয়।’

পথচারী লুৎফর রহমান বলেন, ‘দূর থেকে ট্রাক্টরগুলো এত বিকট শব্দ করে ধেয়ে আসে, তাতে খুব ভয় লাগে। বাচ্চাদের স্কুলে পাঠালে ভয়ে থাকি, কখন কী হয়?’

রাজধানী মোড়ের মোখলেছ রহমান  বলেন, ‘রাত-দিন ২৪ ঘণ্টা চলে রোড পারমিটবিহীন গাড়ি। রাস্তা পার হতে ভয় লাগে। মাঝেমধ্যে এসব বাহনচালকরা মানুষের ওপর তুলে দেন। কাউকে সাইড দেওয়ার প্রয়োজন মনে করেন না তারা।’

ট্রাক্টরচালক মিন্টু মিয়ার লাইসেন্স আছে কি না, জানতে চাইলে বলেন, ‘আমার কোনো লাইসেন্স নেই। গাড়ি চালানো শিখে, গাড়ি চালাচ্ছি।’

কথা হয় নসিমনচালক একরামুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘গাড়ি বা আমার কোনো কাগজ নেই। বেশি দূর যাই না। গরুবোঝায় করে পাঁচবিবি হাটে যাচ্ছি।’

ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম বলেন, ‘আমাদের সমিতির গাড়িগুলোর এখনো কোনো রোড পারমিট করা হয়নি। এই গাড়িগুলো মূলত কৃষি কাজের জন্য। চালকরা বেপরোয়াভাবে চলাচল করেন। বার বার তাদের বলার পরও কথা শোনেন না।’

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ট্রাক্টরগুলোর কোনো রোড পারমিট নেই।  চালকদেরও কোন লাইসেন্স নেই। তারা বড় বেপরোয়াভাবে চলাফেরা করেন। এসব গাড়িচালকের বেশিরভাগই অল্প বয়সী। তারা কোনো কিছুর পরোয়া করেন না। তাদের দমন করা দরকার। অচিরেই এসব ট্রাক্টর-নিসমনের বিরুদ্ধে অভিযান  চালানো হবে।’ 

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম  বলেন, ‘যদি ট্রাক্টর মালিক সমিতি থেকে থাকে, তাহলে তাদের ডেকে গাড়িগুলো বেপরোয়া ভাবে চলাচল বন্ধ করে দেওয়া হবে।’