সারা বাংলা

ভাসানচর গেল আরও ১ হাজার রোহিঙ্গা

চতুর্থ দফার দ্বিতীয় দিনে স্বেচ্ছায় ভাসানচর গেছে আরও ১ হাজার ১১ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর তিনটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক জানান, মঙ্গলবার চতুর্থ দফার দ্বিতীয় দিনে ১ হাজার ১১ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছে। এর আগে সোমবার রাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামের পতেঙ্গা ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।

সোমবার চতুর্থ দফার প্রথম দিনে ২ হাজার ১০ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। শুধু স্বেচ্ছায় যারা ভাসানচরে যেতে আগ্রহী তাদেরই সরকারি ব্যবস্থাপনায় ভাসানচরে নেওয়া হচ্ছে।