সারা বাংলা

স্ত্রী হত্যার দায় স্বীকার নিতেশের

হবিগঞ্জের লাখাই উপজেলায় অঞ্জনা রাণী সূত্রধরকে হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী নিতেশ বণিক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন নিতেশ। 

সন্ধ্যা পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

নিহতের ভাই সমীর সূত্রধর লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি অঞ্জনার স্বামী নিতেশ। 

মামলা দায়ের ও ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য নিশ্চিত করেছেন লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন সুমন।

মামলায় বাদি সমীরের অভিযোগ করেছেন, অঞ্জনার সঙ্গে তার স্বামী নীতেশের মনোমালিন্য ছিল। নিতেশ মাদক সেবন করতেন। ঘটনার দিন তিনি মাদক সেবন করে বাড়ি ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন নিতেশ ক্ষিপ্ত হয়ে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে অঞ্জনাকে হত্যা করেন।  

হবিগঞ্জের আদালত পরিদর্শক জিয়াউর রহমান বলেন, ‘জবানবন্দি রেকর্ডের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

অঞ্জনা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বিজয় বণিকের মেয়ে। প্রায় আড়াই বছর আগে লাখাই উপজেলার বণিকপাড়া গ্রামের নিতেশ বণিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দুজনের সংসারে ১৯ মাস বয়সী এক সন্তান রয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) রাতে নিতেশের বসতঘর থেকে অঞ্জনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।