সারা বাংলা

অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীতে একাধিক অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মালেক খসরু খান।

গ্রেপ্তার মো. ইমরান হোসেন (২৮) শরীয়তপুরের নড়িয়া থানার পন্ডিতসার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও মো. রাশেদ মিয়া হৃদয় (৩০) জামালপুরের বকশীগঞ্জ থানার নীলক্ষীয়া গ্রামের মৃত জাফর দেওয়ানের ছেলে।

ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মালেক খসরু খান জানান, বুধবার রাত রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড্ডা ময়লা স্তুপের পাশে থেকে খোকন মিয়া নামে এক যুবককে অপহরণকারীরা জোর করে মোটরসাইকেলে তুলে কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর নিয়ে আসে। পরে তার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। এ সময় খোকনের চিৎকারে কোনাবাড়ি থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।

ইন্সপেক্টর আরও জানান, গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে কোনাবাড়ী থানাসহ দেশের বিভিন্ন থানায় অপহরণ, মাদক, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ৮টি এবং রাশেদ মিয়া হৃদয় ওরফে পাপ্পুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।