সারা বাংলা

ঝিনাইদহে মাতালের ছুরিকাঘাতে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাতালের ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা শহর থেকে নেশাগ্রস্থ অবস্থায় অভিযুক্ত রানা হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। আটক রানাও একইপাড়ার শরিফুল ইসলামের ছেলে। 

ঝিনাইদহ সদর সার্কেল- অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, শুক্রবার রাত ১২টার দিকে শহরের শিবনগর দাসপাড়াতে ইসরাফিল ও রানার সঙ্গে মাদক খাওয়া নিয়ে তর্ক-বির্তক হয়। রানা হোসেন একপর্যায়ে উত্তেজিত হয়ে ইসরাফিলকে ছুরিকাঘাত করে।  রাতেই স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এদিকে শনিবার ভোরের দিকে অভিযুক্ত রানা হোসেনকে আটক করে। মুখে অ্যালকোহলের গন্ধ ও অস্বাভাবিক আচরণের কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তারা দু’জন একসঙ্গেই চলাফেরা করতো। তবে কি কারণে তাকে হত্যা করে হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।