সারা বাংলা

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের সময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ‌্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১১টা পর্যন্তও রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, বিকালে ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশ করছিল। সেসময় পিছনের তিনটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। ফলে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ট্রেন লাইনে ত্রুটির কারণেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনের সামনে আটকা পড়েছে দৌলতদিয়াঘাট থেকে খুলনাগামী নকশিকাঁথা, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা ও রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। এছাড়া কোটচাঁদপুর স্টেশনে দাঁড়িয়ে আছে খুলনা থেকে আমনুরাগামী তেলবাহী একটি ট্রেন।