সারা বাংলা

আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখমের ঘটনার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার মূখ্য আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

এর আগে, গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সবুজকে থেকে ও পলাশবাড়ী থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন - আফজাল ও সবুজকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আফজাল ভারাটিয়া সন্ত্রাসী সে টাকার বিনিময়ে সন্ত্রাসী কার্যাক্রম করে। সে আশুলিয়া থানায় আরেকটি মামলারও আসামি।

ভুক্তভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের সাজাহান আলীর ছেলে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে আনোয়ার হোসেন লকেটের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ইমরান, সবুজ, আফজালসহ আরও ১০-১৫ জন। পরে তাকে গুরুত্বর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় সামছুল ১০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০ জনের নামে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে সবুজকে পল্লীবিদুৎ থেকে ও আফজালকে পলাশবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন  বলেন, মামলায় উল্লেখিত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তারা আজ আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দী দিয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।