সারা বাংলা

কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস চালু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি

আবারও চালু হতে যাচ্ছে পাবনার কাজিরহাট থেকে আরিচা নৌরুটের ফেরি সার্ভিস। ১৯৯৮ সাল থেকে এ রুটে এখন পর্যন্ত তিন বার ফেরি সার্ভিস চালু করা হয়। তবে নাব্যতা এবং ফেরি সংকটের কারণে এই সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ১০টি ড্রেজার দিয়ে বালি অপসারণ করা হচ্ছে। এরই মধ্যে ১৫ কিলোমিটার দূরত্বের চ্যানেল খনন করা হয়েছে। নতুন করে এ চ্যানেল খুলে দিতে কর্মকর্তারা দিনরাত কাজ করছেন বলে জানিয়েছে বিআইডব্লিউটির সূত্র।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস উদ্বোধন করবেন।

নিজাম উদ্দিন পাঠান আরও জানান, প্রাথমিকভাবে চারটি ফেরি এ রুটে চলাচল করবে। কাজিরহাট থেকে আরিচা যেতে সময় লাগবে এক ঘণ্টা এবং আসতে সময় লাগবে দেড় ঘণ্টা।

বিআইডব্লিউটি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছাইদুর রহমান জানান, রাজস্ব বাজেট থেকে এ নতুন চ্যানেল খনন করা হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হয়েছে। আরও ৪ লাখ ঘনমিটার বালি অপসারণ করা হবে।