সারা বাংলা

সিলেটে সড়ক দুর্ঘটনা: অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অজ্ঞাতদের আসামি করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী এনা পরিবহন ও সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪ জনের মরদেহ।  আর বাকি চারজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। 

আহতদের মধ্যে ডা. অন্তরার শরীরে অস্ত্রোপচারের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তবে তার আইসিইউ সার্পোট লাগছে না, মূলত অতিরিক্ত রক্তক্ষরণসহ কয়েকটি কারণে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তাকে সেখানে রাখা হয়েছে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।