সারা বাংলা

মায়ের বুকে ঠাঁই নেওয়ার আগেই চুরি হয়ে গেলো নবজাতক

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সি নবজাতক চুরি ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চুরি হলো সদ‌্যজাত এক নবজাতক।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জেলার সলঙ্গা থানার শাখাওয়াত এইস মেমোরিয়াল হাসাপাতাল থেকে মাত্র ৭ ঘণ্টা বয়সি নবজাতকটি চুরি হয়ে যায়।

নবজাতকের বাবা-মা জেলার তাড়াশ থানার নওগাঁ গ্রামের মাজেদ-সবিতা দম্পতি। অনেক চেষ্টার পর দীর্ঘ ১২ বছর পর তাদের প্রথম সস্তান এটি। কিন্তু মায়ের বুকে স্থান পাওয়ার আগেই হারিয়ে গেলো শিশুটি।

নবজাতকের নানী বলেন, ‘একজন মহিলা বললো তার ভাইয়ের ছেলে হয়েছে এই হাসপাতালেই। কিন্তু তাকে কোলে নিতে দিচ্ছেন না। তাই শিশুটিকে কোলে নিতে চাইলে আমি তার কোলে দেই। আমাকে ভিতরে ডাকছে বলে সে আমাকে সেখান থেকে ভেতরে পাঠিয়ে দেয়। ফিরে এসে আর তাকে পাইনি। তাকে এর আগে কখনও দেখিওনি।’

নবজাতকের বাবা মো. আব্দুল মাজেদ বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। ১২ বছর প্রচেষ্টার পরে আমার প্রথম একটি ছেলে সন্তান হলো। তাকে কোলে পর্যন্ত নিতে পারলাম না! আমার শ্বাশুড়ি ও স্ত্রীর বোনের কাছেই ছিল শিশুটি।’

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রসূতি সবিতার একটি ছেলে সন্তান হয়। বিকাল ৪টার দিকে শিশুটি চুরি হয়ে যায়।

হাসপাতালের ব্যাবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘শিশু চুরির বিষয়টি শুনে পুলিশকে সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা নেই।’

সাখাওয়াত এইস মেমোরিয়াল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডা. মো. রবিউল ইসলাম বলেন, ‘শিশুটি তার নানির কোলে ছিল। তার কাছ থেকে একজন মহিলা কোলে নিয়ে রাখে। তারপরে সে সুকৌশলে পালিয়ে যায়। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তদন্তে যদি আমার স্টাফদের কেউ জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছি। শিশুটিকে খুঁজে বের করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আপনার মাধ‌্যমেই জানতে পারলাম। এ ঘটনায় প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।’

উল্লেখ‌্য মাত্র চার দিন আগে একই হাসপাতাল থেকে কৌশলে ২৩ দিন বয়সি আরেকটি শিশু চুরি হয়েছে। তবে পুলিশকে বিষয়টি জানানো হলেও শিশুটিকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটলো।