সারা বাংলা

শিক্ষকের মারধরে হাসপাতালে শিক্ষার্থী

কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছিল এক শিক্ষার্থী। নম্বর কম পাওয়ায় ক্ষেপে যান কোচিং সেন্টারের শিক্ষক মতিউর রহমান। এরপর শিক্ষার্থীকে ব্যাপক মারধর করেন তিনি। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী।  

শনিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকার নলেজ হাউজ কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহিকে (১১) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার মিজানুর রহমানের ছেলে মাহি। সে শহরের রয়েল কিন্টার গার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র। 

আহত শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, ‘শনিবার দুপুরে নলেজ হাউজ কোচিং সেন্টারে গণিত পরীক্ষা ছিল। পরীক্ষায় আমার ছেলে মাহির দাইয়ান মাহি ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর পেয়েছে। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ওই কোচিং সেন্টারের শিক্ষক মতিউর রহমান আমার ছেলেকে ব্যাপক মারধর করেন। এতে আমার ছেলের পিঠে ও মুখে কালো দাগ হয়ে গেছে। ’

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহি তার বাবাকে নিয়ে থানায় এসেছিল। শিক্ষার্থীর শরীরে আঘাতের দাগ দেখেছি। তাদের মামলা দায়ের করার পরামর্শ দিয়েছি এবং অভিযুক্ত শিক্ষককে আটক করতে আমরা চেষ্টা করছি। 

এদিকে অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।