সারা বাংলা

সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালিবাড়ি মোড়ের ভিআইপি বেকারিতে এ ঘটনা ঘটে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইল কান্দি এলাকার বাসিন্দা বেকারির মালিক লিটন চৌধুরী (৪০), কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া পাড়া কান্দুঘর এলাকার মারুফ মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর কালিবাড়ি মোড়ের বাসিন্দা শাহালম মিয়া, নবীনগর উপজেলার পারভেজ মিয়া (৫০) ও নবীনগর জালশুকা এলাকার হোসেন মিয়া (৪০)।

ফুলবাড়িয়া এলাকার আহত পারভেজ মিয়া বলেন, ‘ভিআপি বেকারিতে খাবার কিনতে গিয়েছিলাম। মালামাল প্যাক করার সময় আমি আর মারুফ বাহিরে কথা বলছিলাম। হটাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। তখন আমি হাত ও পিঠে ব্যাথা পাই ও মারুফ আহত হয়।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুলাহ আল মামুন রাইজিংবিডিকে জানান, আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।

ওসি আব্দুর রহিম জানান, এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।