সারা বাংলা

জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র ভোট বর্জন 

পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী অ‌্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের সর্দারপাড়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এসময় তিনি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের ভোটারদের বের করে দেওয়াসহ শুধু ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভোটারদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। এছাড়াও এজেন্টদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি।

অপরদিকে, মাদারগঞ্জ ও ইসলামপুরেও ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নৌকার প্রার্থীর লোকজনরা নির্দিষ্ট নৌকা প্রতীকে টিপ দিয়ে দিচ্ছে। সেই সঙ্গে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।