সারা বাংলা

টাঙ্গাইলে স্কুলছাত্রী হত্যা, থানায় মামলা

টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার পরদিন রোববার (২৮ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী আশা আক্তারকে মুঠোফোনে ডেকে নিয়ে নিজ ঘরের সামনে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা আশাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে কিছু বলতে পারছেন না ওই স্কুলছাত্রীর স্বজন ও এলাকাবাসী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে আশার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, ‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না। অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।