সারা বাংলা

সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র রাফিকা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাফিকা আকতার জাহান বেবি।

আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী ২৮ হাজার ২৭৮ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট। জাতীয় পার্টির সিদ্দিকুল আলম পেয়েছেন ৯ হাজার ৬২৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা ১ হাজার ৪৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি পেয়েছেন ১ হাজার ৮৮২ ভোট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সৈয়দপুর নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।

উল্লেখ‌্য, ভোট গ্রহণ চলাকালে জাতীয় পার্টির সিদ্দিকুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা নির্বাচন বর্জন করেন।