সারা বাংলা

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে রুনা বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী রাসেলকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ মার্চ) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুনা বেগম।

রুনা চর ক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের মেয়ে। রাসেলের বাড়ি একই ইউনিয়নের চর উড়িয়া গ্রামে।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে রুনাকে পেটান রাসেল। ওই দিনই রুনাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রুনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে তার স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

রুনার চাচা সিরাজ বেপারী জানান, দুই বছর আগে রুনার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রাসেলের। ওই সময় যৌতুক হিসেবে রাসেলকে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন সময়ে ব্যবসার অজুহাতে আরও টাকা দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন করত রাসেল। এ বিষয়ে একাধিক বার সালিশ হয়।

চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেছেন, ‘অভিযুক্ত রাসেল পুলিশ হেফাজতে আছে। ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’