সারা বাংলা

ফেব্রুয়ারিতে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি ২ লাখ মেট্রিক টন

ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিকটন। 

শনিবার (৬ মার্চ) সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার সাইদুল আলম রাইজিংবিডিকে জানান, চলতি অর্থ বছরের (২০২০-২১) ফেব্রুয়ারি মাসে ভারত থেকে আমদানি করা পণ‌্য থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। 

ডেপুটি কমিশনার আরও জানান, এক মাসে চাল আমদানি হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিকটন। এথেকে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। পাথর আমদানি হয়েছে ১ লাখ ৯ হাজার মেট্রিকটন। পাথর থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। গম আমদানি হয়েছে ২১ হাজার মেট্রিকটন। তবে গম শুল্কমুক্ত থাকায় কোনো রাজস্ব আদায় হয়নি।