সারা বাংলা

ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে’ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

শনিবার (৬ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি অটুট থাকার কারণে দেশের প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথ পালন করতে পারছে। জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সবার মধ্যে সম্প্রীতি অটুট থাকবেই।’   অনুষ্টানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদারসহ বান্দরবানের ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও অন্যান্য ধর্মের শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।