সারা বাংলা

গাংনীতে করোনার ভ্যাকসিন সংকট

মেহেরপুরের গাংনীতে কোভিড-১৯ (করোনার) ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। ভ্যাকসিন নিতে না পেরে হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কবে নাগাদ ভ্যাকসিন আসবে তাও জানাতে পারছেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব‌্যাপী করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৪৮ ভায়াল ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর মধ‌্য থেকে সিভিল সার্জন অফিস ১০৭ ভায়াল ভ্যাকসিন ফেরত নেয়। 

প্রাপ্ত টিকার মধ্যে গাংনী উপজেলায় রেজিস্ট্রেশনকৃত দুই হাজার ৭৪৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়। 

শনিবার (৬ মার্চ) পর্যন্ত এ উপজেলায় ছয় হাজার ৩৬৬ জন রেজিষ্ট্রিশন করেছেন। ভ্যাকসিন গ্রহণ করেছেন চার হাজার ৩৯৫ জন। বর্তমানে রেজিস্ট্রেশন করা লোকজন ভ্যাকসিন নিতে এলেও ভ্যাকসিন নেই বলে ফেরত দেওয়া হচ্ছে। কবে নাগাদ ভ্যাকসিন আসবে সেটাও জানাতে পারছেন না দায়িত্বরতরা।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন মোবাইল ফোনে জানান, ভ‌্যাকসিন সমস‌্যার সমাধান নিরসনে তিনি ঢাকায় অবস্থান করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন।