সারা বাংলা

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির গুলিতে নিহত ১

সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তে গরু চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষে কামাল হোসেন (৪০) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তের বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ বিজিবি জানায়, শনিবার (৬ মার্চ) বিকালে সদর উপজেলার রঙ্গাচর ইউনিয়নের বনগাঁও সীমান্ত দিয়ে ২০/২৫ জন চোরাকারবারি ৩০টি গরু নিয়ে অবৈধভাবে পার হচ্ছিল। বিজিবি সদস্যরা তাদের আটক করলে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষ বাধে। 

সংঘর্ষের সময় চোরাকারবারিদের দায়ের কোপে ল‌্যান্স নায়েক থুই হলা মং মারমা গুরুতর আহত হন। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস‌্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে। সেসময় চোরাকারবারি কামাল হোসেন গুলিবিদ্ধ হয়। 

গুলি বিদ্ধ হওয়ার পর কামালের অন‌্য সঙ্গীরা পালিয়ে যায়। কামালকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর বিকালে মৃত্যু হয় কামালের।