সারা বাংলা

জামালপুরে গৃহঋণ বিতরণ 

‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন কেউ থাকবে না আর’- এই স্লোগান সামনে রেখে জামালপুরে সহজ শর্তে গৃহহীনদের মাঝে গৃহঋণের চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের প্রধান কার্যালয়ে গৃহহীন দরিদ্র মানুষের মাঝে গৃহঋণের চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। 

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক (এসআরএইচআর) লিটন সরকার, পরিবীক্ষণ কর্মকর্তা (এসএমপি) শাহজাহান মিয়া, উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া, ইউনিয়ন সহায়ক ফরহাদ হোসেন প্রমুখ।

এদিন জামালপুর সদর উপজেলার লিলি, উষা, ময়না, রিপা ও আঁখিকে গৃহঋণ দেওয়া হয়।  প্রত্যেককে ১ লাখ ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। নামমাত্র মূল্যে এই ঋণ দুই বছরে মেয়াদে পরিশোধ করবে বলে জানা গেছে।