সারা বাংলা

কোম্পানীগঞ্জে আর বিশৃঙ্খলা হতে দেবো না: পুলিশ সুপার

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, ‘কোম্পানীগঞ্জে কোনোভাবে আর বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেবো না। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে মাঠে রয়েছে।’

শুক্রবার (১২ মার্চ) দুপুরে পুলিশ সুপার গণমাধ‌্যমকর্মীদের কাছে এ কথা বলেন। 

তিনি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বসুরহাট পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে।

এদিকে শুক্রবার সকাল থেকে বসুরহাট বাজারের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

অপ্রীতিকর ও বিশৃঙ্খলা ঘটনা এড়াতে নোয়াখালীর পুলিশ সুপার ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের একজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।

এছাড়াও প্রায় ৩০ জন পুলিশ পরিদর্শকের নের্তৃত্বে তিন শতাধিক পুলিশ এবং র‌্যাবের দুটি টিম মোতায়েন রয়েছে।

উল্লেখ‌্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পনীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুজাক্কির নামে এক সাংবাদিক নিহত হন। 

গত মঙ্গলবার (৯ মার্চ) রাতে আবারও বসুরহাট পৌর এলাকায় সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন নামে একজন সিএনজি চালক ও যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরপর দুটি মৃত‌্যুর ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।