সারা বাংলা

পদ্মার পাড়ে পলো বাইচ উৎসব

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে গ্রাম বাংলার এতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ মার্চ) সকাল থেকে দিনব্যাপী আরুয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হয়। 

এসময় আশেপাশের এলাকার কয়েকশ’ সৌখিন মাছ শিকারী পলো উৎসবে অংশগ্রহণ করেন। মাছ শিকারীরা পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে পলো বাইচ উৎসবে মাছ ধরায় মেতে ওঠেন। 

স্থানীয় ব্যবসায়ী রিপন আহম্মেদ বলেন, ‘ছোট বেলায় বাপ-চাচাদের বিভিন্ন খাল বিলে পলো বাইচ উৎসব করতে দেখেছি। এখন তো আর নদীতেই তেমন মাছ নেই, খাল বিলে আর কী থাকবে? তারপরও পদ্মা নদীতে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার এতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।’ 

কলেজছাত্র মামুন হোসেন বলেন, ‘দিন দিন পলো উৎসব হারিয়ে যাচ্ছে। আজকের পলো উৎসবে অনেক আনন্দ করেছি। এ উৎসব আমাদের প্রাণের উৎসব। পলো দিয়ে বোয়াল ও আইর মাছ ধরার পর আমার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেছে।’

শিবালয় উপজেলা সিনিয়র মৎস‌্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম বলেন, ‘পলো বাইচ উৎসব গ্রাম বাংলার এতিহ্য। কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কমতি থাকে না।’