সারা বাংলা

নিখোঁজের ৯ ঘণ্টা পর মধুমতি বাওড় থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজের ৯ ঘণ্টা পর মোস্তাকিম মোল্যা (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) রাতে ওই বাওর থেকে স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাকিম মোল্যা কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে।

ওসি মো. আজিজুর রহমান জানান, ‍শুক্রবার দুপুরে চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে মোস্তাকিম মোল্যাসহ তিন শিশু ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় মধুমতি বাওড়ে গোসল করতে নামে। কিন্তু দুই শিশু উঠে গেলেও মোস্তাকিম আর উঠে আসেনি।

পরে স্থানীয়রা মধুমতি বাওরে অনেক খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সাভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলেও ওই শিশুকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

ঘটনার পরেও স্থানীয় জেলের জাল ফেলে খোঁজাখুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে রাতে জেলেদের জালে নিখোঁজ শিশু মোস্তাকিমের মরদেহ আটকে যায়। পরা তারা মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে।