সারা বাংলা

হিলি স্থলবন্দরে ১১শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

চলতি মার্চ মাসের ৪ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১০ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে ১ হাজার ১৩৮ মেট্রিকটন। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ২৯ লাখ ৮৭ হাজার টাকা।

রোববার (১৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।

ডেপুটি কমিশনার রাইজিংবিডিকে জানান, চলতি মার্চ মাসের ৪ থেকে গতকাল ১৩ মার্চ শনিবার পর্যন্ত হিলি স্থলবন্দরে এই ১০ দিনে ভারতীয় ৪২টি পেঁয়াজবোঝায় গাড়ি প্রবেশ করেছে। যাতে পেঁয়াজ ছিলো ১১৩৮ মেট্রিক টন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ২৯ লাখ ৮৭ হাজার টাকা।