সারা বাংলা

গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার: হত্যা মামলা দায়ের 

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গ্রাম থেকে গৃহবধূ শীলার লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। রোববার (১৪ মার্চ) বিকেলে নিহত শীলার ছোট ভাই রনি আকন্দ বাদী হয়ে মামলা করেন।  

মামলায় স্বামী মনোয়ার হোসেন মজনুসহ তিনজনকে আসামি করা হয়েছে। 

সোমবার (১৫ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শনিবার (১৩ মার্চ) রাতে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (১৪ মার্চ) সকালে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

অভিযুক্ত মনোয়ার হোসেন মজনু (৪৫) উপজেলার ডালেশ্বর গ্রামের নুরু ফকিরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহত গৃহবধু সাতখামাইর গ্রামের মৃত শাহাবুদ্দিন আকন্দের মেয়ে। তিনি মাইমুমা মম (১০) ও সাদিয়া কাজল শাবন্তী (২০) নামে দুটি কন্যাসন্তান জননী।