সারা বাংলা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে

স্বাভাবিক হয়েছে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পানি সরবরাহ। 

বুধবার (২৪ মার্চ) সকাল থেকে জরুরীভাবে পানি সরবরাহ স্বাভাবিক করেছেন কর্তৃপক্ষ।

হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. মো. শফিকুল ইসলাম সজীব এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌরসভার পানি সরবরাহের পাইপ এখনও মেরামত করা সম্ভব হয়নি। তবে গণপূর্ত বিভাগের সহায়তায় ও অস্থায়ী ভিত্তিতে পানি সরবরাহের কাজ চলছে। শিগগিরই পৌরসভার বিকল হওয়া পানি সরবরাহের পাইপ মেরামত করা হবে।

হাসপাতালে ভর্তি রোগীর স্বজন সেলিনা, আমিনা, মর্জিনাসহ কয়েকজন জানান, পানি না থাকায় রোগী নিয়ে তাদের নানা সমস্যা পোহাতে হয়েছে। সকাল থেকে আবার হাসপাতালে সরবরাহ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী আল আমিন মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘পৌরসভার পাইপ লাইন নষ্ট হওয়ার ফলে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ছিল। আজ বিকল্প প্রদ্ধতিতে হাসপাতালে পানি সরবরাহ শুরু করা হয়েছে।’

এর আগে রোববার (২২ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইন নষ্ট ছিল। এতে হাসপাতালের অপারেশন বিভাগ (ওটি) ও সাধারণ ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বাইরে থেকে বালতিতে করে পানি এনে অপারেশন করতে হয় চিকিৎসকদের। বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হয়েছে রোগীদেরও। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, নার্স, স্টাফসহ রোগী ও তাদের স্বজনরা।