সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় মাস্ক না পরায় ৯৯ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা, লাইসেন্স না থাকা সত্ত্বেও শিশু খাদ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ব‍্যতীত খাদ্যদ্রব‍্য বিক্রয়, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালনার অপরাধে ৯৯ জনকে ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রধান করা হয়।

বুধবার রাত ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান তার ‘ডিসি ব্রাহ্মণবাড়িয়া’ ফেইসবুক পেইজের মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার সকল উপজেলায় মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা, লাইসেন্স না থাকা সত্ত্বেও শিশু খাদ্য বিক্রয়, মূল্যতালিকা না টাঙিয়ে খাদ্যদ্রব‍্য বিক্রয়, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালনা প্রভৃতি অপরাধে ৯৯ জনকে ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।